Bangla Automobile Skills

ঢাকা, বাংলাদেশ

সফলতার

অনলাইন ও অফলাইন কর্মশালা

অংশগ্রহণকারী

দেশে বিদেশে ফলোয়ার

আমাদের সম্পর্কে

বাংলা অটোমোবাইল স্কিলস

বাংলা অটোমোবাইল স্কিলস ২০১৩ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে। শুরু হয়েছিলো ফেসবুক পেইজে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর বিষয়াদির উপর বাংলায় ভিডিও টিউটোরিয়াল তৈরী ও আপলোড করার মধ্য দিয়ে। ধীরে ধীরে এই উদ্যোগের জনপ্রিয়তা উপলব্ধি করতে পেরে বাংলা অটোমোবাইল স্কিলস ২০১৫ সালে আয়োজন করে বাংলাদেশের প্রথম অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালা। পরবর্তীতে ২০১৬ সালে ঢাকা মোটর শো তেও প্রশিক্ষন কর্মশালা আয়োজন করে বাংলা অটোমোবাইল স্কিলস। ২০১৭ সাল থেকে BUET, AIUB, IUBAT, UIU, UAP, CUET সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর সেমিনার আয়োজন করে বাংলা অটোমোবাইল স্কিলস। ২০২০ সাল থেকে অনলাইন কোর্সের মাধ্যমে নিয়মিতভাবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ও অটোমোবাইল সংক্রান্ত বিভিন্ন কোর্স প্রদান করে আসছে বাংলা অটোমোবাইল স্কিলস।

আমাদের টীম

মেহরাব মাসাইদ হাবিব

সিইও, প্রতিষ্ঠাতা

মেহরাব মাসাঈদ হাবিব লেখাপড়া করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি - বাংলাদেশ (এয়াইউবি) এ তড়িত কৌশল বিভাগে। গাড়ির প্রতি ঝোক ছিলো ছেলেবেলা থেকেই। ২০১৩ সালে তিনি বাংলা অটোমোবাইল স্কিলস প্রতিষ্ঠা করেন। ২০১৫ সালে আয়োজন করেন বাংলাদেশের প্রথম অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর প্রশিক্ষন কর্মশালা। এছাড়াও তিনি গাড়ির সেফটি সিস্টেম নিয়ে গবেষনা করছেন বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময় থেকেই। বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে তিনি গাড়ির সড়ক দূর্ঘটিনা প্রতিরোধের উপর থিসিস করেন যা পরবর্তীতে IEEE conference এ পেপার হিসেবে প্রকাশিত হয়। অটোমোবাইল শিল্পে অবদান রাখা তার জীবনের লক্ষ্য। এর বাইরে তিনি বই পড়তে ভালোবাসেন এবং পশুপাখি - বিশেষ করে খরগোশ, পান্ডা ও কাঠবিড়ালি ভালোবাসেন।

ইমেইলঃ mehrab@baschool.net  mehrabh@gmail.com

লিঙ্কডইনঃ mehrab-habib-24391018

ওয়েবসাইট: www.mehrabhabib.com

পিয়াল বড়ুয়া

পার্টনার ও চিফ অপারেটিং অফিসার

পিয়াল বড়ুয়া একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, প্রশিক্ষক ও উদ্যোক্তা। তিনি জয়সীম বড়ুয়া ও অঞ্জলী বড়ুয়ার দ্বিতীয় সন্তান। পিয়াল বেড়ে উঠেছেন শিক্ষক পরিবারে। তার বাবা-মা দুজনেই স্কুলের শিক্ষক ছিলেন। ২০১৮ সালে তিনি বাংলাদেশের স্বনামধন্য কারিগরি প্রতিষ্ঠান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা সম্পন্ন করেন। ডিপ্লোমা পড়াকালীন সময়েই তিনি প্রতিষ্ঠা করেন অটোমোবাইল পাঠশালা নামের একটি ই-লার্নিং প্রতিষ্ঠান, যেখানে তিনি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ান। এছাড়াও তিনি Automotive Advance Head Lighting & Safety System নামের একটি প্রজেক্ট নিয়ে কাজ করেন যা STEP এবং World Bank আয়োজিত National Skill Competition এ পঞ্চম স্থান অর্জন করে। ২০১৮ সালে তিনি নিটোল-টাটা মোটর্স এর অথোরাইজড সার্ভিস সেন্টারে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরের বছরেই তিনি বাংলাদেশের বৃহত্তম অটোমোবাইল প্রতিষ্ঠান “Runner Automobiles Limited”এ Technical Trainer যোগদান করেন। ২০২০ সালে তিনি বাংলা অটোমোবাইল স্কুলে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর টিউটোরিয়াল বানানো শুরু করেন এবং বর্তমানে তিনি বাংলা অটোমোবাইল স্কুলের executive partner এবং Business Planning Director হিসেবে কাজ করছেন। তার কর্মজীবনে তিনি two-wheeler এর উপর প্রশিক্ষন লাভ করেছেন Vespa-Aprilia, KTM, UM Motorcycle, Bajaj Auto Ltd এর মত প্রতিষ্ঠান থেকে, তিনি প্রায় ১০০০ জনকে প্রশিক্ষন প্রদান করেছেন অনলাইন এবং অফলাইন প্রশিক্ষনের মাধ্যমে।

ইমেইলঃ pial@baschool.net   pialb2016@gmail.com

শফিউল আলম শুভ

বিজনেস ডেভলপমেন্ট অফিসার

আমি শুভ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক। এছাড়াও আমি MTE Guy এর প্রতিষ্ঠাতা। আমি একজন সৃজনশীল ও গাড়ী প্রেমীক মানুষ। প্রতিদিন আমি গাড়ি সম্পর্কে জানতে চেষ্টা করি। বাংলা অটোমোবাইল স্কুলের একজন সদস্য হিসেবে আমি গাড়ি প্রেমীক সবাইকে সাহায্য করতে চাই আমার সৃজনশীল ধারনা ও জ্ঞানের মাধ্যমে।

ইমেইলঃ shuvo@baschool.net   shofiulalamshuvo@gmail.com

লিঙ্কডইনঃ shofiulalamshuvo

মোঃ আসিমুজ্জামান

সিস্টেম ডেভেলপার

পেশায় সফটওয়্যার প্রকৌশলী। লেখাপড়া করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফলের জন্য magna cum laude অর্জন করেন। বর্তমানে ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভলপার হিসেবে কাজ করছেন। API development, Backend web development, Natural language processing (NLP), Deep Learning এর উপর তার দক্ষতা রয়েছে। তিনি online trade application, healthcare system, e-learning and edTech application, road traffic management system, Bangla NLP based predictive grammar checker solutions তৈরী করেছেন। Sentiment analysis of Bangla text based on Adaptive Neuro Fuzzy Interfacing System এর উপর তিনি একটি গবেষণা পত্র প্রকাশ করেন চীনে অনুষ্ঠিত একটি IEEE Conference এ।

ইমেইলঃ asimuzzaman.md@gmail.com

ওয়েবঃ asimuzzaman.github.io/

শাশ্বত বড়ুয়া

পরিচালক, রিসার্চ এন্ড ডেভলপমেন্ট বিভাগ

শাশ্বত বড়ুয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের স্নাতক বর্ষের ছাত্র। তিনি সবসময়ে অটোমোবাইল এবং এসম্পর্কিত নতুন যেকোন কিছু শিখতে ও জানতে ভালোবাসেন। লেখাপড়ার পাশাপাশি তিনি বাংলা অটোমোবাইল স্কুলে রিসার্চ এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন। তিনি বিশ্বাস করেন, বাংলা অটোমোবাইল স্কুলের রিসার্চ ও ডেভলপমেন্ট বিভাগে কাজ করে তিনি নতুন অভিজ্ঞতা অর্জন করবেন।

ইমেইলঃ shaswatoo@gmail.com

লিঙ্কডইনঃ shaswato-barua-a3771216a

মোঃ সোহানুজ্জামান সুমন

রিসার্চ এক্সিকিউটিভ

মোঃ সোহানুজ্জামান সুমন ভারতের পাঞ্জাবে অবস্থিত লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ বিটেক সম্পন্ন করেছেন। মোটর স্পোর্টস রেসিং এ তার অনেক আগ্রহ। তিনি ইন্ডিয়ান গো- কার্ট চ্যালেঞ্জ, ইন্ডিয়ান সুপার কার্টিং চ্যালেঞ্জ, কার্ট ডিজাইনিং চ্যালেঞ্জের মত বিভিন্ন গো-কার্ট শীর্ষক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তার বিভিন্ন সেক্টরে ৭ টি আন্তর্জাতিক প্যাটেন্ট রয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ-কোরিয়া টেকনিকাল ট্রেনিং সেন্টার থেকে মোটরসাইকেল সার্ভিসিং, এনটিভিকিউএফ লেভেল-১ সম্পন্ন করেছেন। এগুলোর পাশাপাশি তিনি বাইক মোডিফিকেশন এবং সলিডওয়ার্ক্স এ ক্যাড মডেলিং করতে ভালোবাসেন।

ইমেইলঃ sumonzaman@protonmail.com

লিঙ্কডইনঃ sumon-zaman

গ্র্যাবক্যাডঃ sumon.zaman-2

ইব্রাহিম খলিল অপূর্ব

কন্টেন্ট লেখক ও কোর্স প্রশিক্ষক

ইব্রাহিম খলিল অপূর্ব চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের স্নাতক বর্ষের ছাত্র। তিনি গাড়ির প্রতি খুব আগ্রহী এবং হিট ট্রান্সফার, ফ্লুইড মেকানিক্স, কোয়ালিটি কন্ট্রোল, অটোমোবাইলের এনালিটিকাল ও ম্যানুফ্যাকচারিং ঘরানার কাজে আগ্রহী। এছাড়া তিনি মেকানিকাল ডিজাইনের উপর একজন সার্টিফায়েড সলিডওয়ার্ক্স এসোসিয়েট। তার সিমুলেশন, পাইথন প্রোগ্রামিং এ দক্ষতা রয়েছে। এছাড়া, তিনি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রযুক্তি নির্ভর জ্ঞান ছড়িয়ে দিতে ভালোবাসেন। আমরা আশাবাদী যে ইব্রাহিম খলিল অপূর্বর অবদান বাংলা অটোমোবাইল স্কুল কে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

ইমেইলঃ iamibrahim83@gmail.com   ibrahim@baschool.net

লিঙ্কডইনঃ ibrahimkhalilapurba83

অর্ণব দত্ত

রিসার্চ এক্সিকিউটিভ

অর্ণব দত্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশল বিভাগের স্নাতক বর্ষের ছাত্র। অটোমোবাইল, এরো-ডাইনামিক্স, ফ্লুইড ডাইনামিক্স, সিমুলেশন তার আগ্রহের জায়গা। বর্তমানে তিনি বাংলা অটোমোবাইল স্কুলের রিসার্চ এন্ড ডেভলপমেন্ট বিভাগে রিসার্চ এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন। রিসার্চ এন্ড ডেভলপমেন্ট টিমের একজন সদস্য হিসেবে তিনি নতুন কিছু শিখতে ও গবেষণা করতে আগ্রহী ।

ইমেইল: arnab9817@gmail.com

লিঙ্কডইন: http://www.linkedin.com/in/arnab-dutta-5a49661b2

জয় বর্মণ

রিসার্চ এক্সিকিউটিভ

আমি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশল বিভাগে স্নাতক বর্ষে পড়ছি। অটোমোবাইল সম্পর্কে জানতে ও শিখতে আমি অনেক আগ্রহী। এছাড়াও আমি একজন সার্টিফাইড সলিডওয়ার্ক্স এক্সপার্ট। স্নাতক বর্ষের শুরু থেকেই আমি চেয়েছি অটোমোবাইল সম্পর্কে আমার জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে এবং কাজ করতে। বাংলা অটোমোবাইল স্কুলে যোগ দেওয়ার এটি আমার অন্যতম প্রধান কারণ। আমি আশা করি বাংলা অটোমোবাইল স্কুলের সাথে আমার যাত্রা আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।

ইমেইলঃ joybarmansagar@gmail.com

লিঙ্কডইনঃ https://www.linkedin.com/in/joy-barman-sagar-40215418a/