বাংলা অটোমোবাইল স্কুল ও অটোমোবাইল পাঠশালার যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশের প্রথম অনলাইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ওয়ার্কশপ এর শেষ ক্লাস অনুষ্ঠিত হলো গতকাল ২০ জুলাই রাতে। এক মাস ব্যাপি এই কর্মশালা শুরু হয়েছিলো গত ২০ জুন ২০২০ এ।
গুগল মিট প্ল্যাটফর্ম ব্যবহার করে উক্ত ওয়ার্কশপে অংশ নেওয়া প্রায় ২৩ জনকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়াদি যেমন চেসিস, ক্লাচ, ট্রান্সমিশন, সাসপেনশন, ইলেক্ট্রিক ও হাইব্রিড গাড়ী , সেফটি সিস্টেম, স্টিয়ারিং সিস্টেম ইত্যাদির উপর বেসিক ধারনা প্রদান করা হয়। গতকাল ক্লাসের পর আনুষ্ঠানিকভাবে কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়। তিন দিন পর ২৪ জুলাই অংশগ্রহনকারীদের জন্য অনলাইনে পরীক্ষার আয়োজন করা হবে, যেখানে একটি নির্দিষ্ট মান অর্জন করার পর অংশগ্রহনকারীদের প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হবে।
উক্ত কর্মশালাতে লেকচার প্রদান করেন বাংলা অটোমোবাইল স্কুলের মেহরাব মাসাঈদ হাবিব ও অটোমোবাইল পাঠশালার পিয়াল বড়ুয়া।
বাংলা অটোমোবাইল স্কুল যাত্রা শুরু করে ২০১৩ সালে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান বাংলায় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। ২০১৫ সালে বাংলা অটোমোবাইল স্কুল আয়োজন করে দেশের প্রথম অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর প্রশিক্ষন কর্মশালা। পরবর্তীতে বাংলা অটোমোবাইল স্কুল, ২০১৬ সালে ঢাকা মোটর শো তেও প্রশিক্ষন কর্মশালা আয়োজন করে। এরপর ২০১৭ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে পর্যায়েও অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর কর্মশালা ও সেমিনার আয়োজন করে আসছে।
অন্যদিকে অটোমোবাইল পাঠশালার যাত্রা শুরু হয় ২০১৬ সালে।
বাংলা অটোমোবাইল স্কুল ও অটোমোবাইল পাঠশালা আগামীতে অটোমোবাইল সম্পর্কিত বিভিন্ন বিষয়াদির উপর প্রশিক্ষন ও অনলাইন কোর্স আয়োজনের উদ্যোগ হাতে নিয়েছে। শীঘ্রই তা শুরু হবে।