শুরু হলো অটোমোবাইল ডিজাইনের উপর দেশের প্রথম প্রশিক্ষন কর্মশালা

বাংলা অটোমোবাইল স্কুল এবং অটোমোবাইল পাঠশালার যৌথ উদ্যেগে আয়োজিত অটোমোবাইল ডিজাইনের উপর বাংলাদেশের প্রথম প্রশিক্ষন কর্মশালা শুরু হলো আজ। অনলাইন ভিত্তিক এই কর্মশালার প্রথম ব্যাচে অংশ নিচ্ছেন মোট ১০ জন শিক্ষার্থী। 


১০ দিনব্যাপী এই কর্মশালায় অটোমোবাইল ডিজাইনের প্রাথমিক ধারনা, অটো ফিউশন ৩৬০ সফটওয়ার, বেসিক ডিজাইন, রেন্ডারিং, সার্ফেসিং ইত্যাদির উপর প্রশিক্ষন প্রদান করা হবে। কোর্সে গাড়ি ডিজাইনের জন্য মডেল হিসেবে বেনেটন বি ১৯৪ গাড়িটি ব্যবহৃত হবে। 




উক্ত প্রশিক্ষন কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন আদনান হোসেন নিলয়, তিনি পেশায় একজন মেকানিকাল ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন ডিজাইন সংক্রান্ত প্রোজেক্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি স্নাতক করেছেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশল বিভাগে স্নাতকোত্তর করছেন। 


কোর্সে অংশগ্রহনকারী প্রত্যেককে প্রতিটি মডিউলের শেষে এসাইনমেন্ট দেওয়া হবে এবং কোর্সের শেষে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে।