২০১৫ সালে আমি আমার ইনিশিয়েটিভ বাংলা অটোমোবাইল স্কুল এর ব্যানারে বাংলাদেশে প্রথমবারের মত অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর ট্রেনিং ওয়ার্কশপ আয়োজন করি, যা আয়োজনে সহযোগিতা করেছিলেন সানি আংকেল, Saadi Rahman ভাই এবং উনাদের OCCB (Old Car Club of Bangladesh) । দেশের প্রথম সেই ওয়ার্কশপে প্রায় ৩০ জন অংশগ্রহন করেছিলেন। ছাত্র, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছিলেন। এদের মধ্যে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের কয়েকজন ছাত্র একসাথে এসেছিলেন, তাদের মধ্যে Adnan Hossain Niloy অন্যতম ছিলেন। সেদিনের পর থেকে নিলয়ের সাথে ফেসবুকে যোগাযোগ অব্যাহত থাকে। বাংলা অটোমোবাইল স্কুল বাংলাদেশে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান ছড়িয়ে দিতে সর্বাত্মক চেষ্টা করছে। করোনাকালীন সময়ে আমরা অনলাইনে ট্রেনিং আয়োজন শুরু করি।
জুন মাস নাগাদ একদিন নিলয়ের প্রোফাইলে ওর ডিজাইন ও সারফেসিং করা কিছু গাড়ির ছবি দেখে মাথায় চিন্তা এলো যে বাংলা অটোমোবাইল স্কুল এর ব্যানারে কার ডিজাইনের উপর অনলাইনে কোর্স করালে কেমন হয়? যেই ভাবা সেই কাজ, নিলয়কে অফার দেই। নিলয়ও কন্টেন্ট রেডি করতে শুরু করে। আর এই কোর্স বাংলা অটোমোবাইল স্কুলের সাথে যৌথভাবে আয়োজন করছে পিয়াল বড়ুয়ার অটোমোবাইল পাঠশালা। এই কোর্স আয়োজনে কিছু প্রতিকূলতা থাকলেও হাল ছাড়িনি তিনজনের কেউই। ফলাফলও আশানুরুপ পেয়েছি।
২০১৫ সালের ট্রেনিং ওয়ার্কশপের অন্যতম অংশগ্রহনকারী নিলয় (লাল স্ট্রাইপ ডিজাইনের টিশার্ট পরিহিত)
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে কার ডিজাইনের উপর দেশের প্রথম কোর্স যা আয়োজন করছি আমরা। ২০১৫ এর সেইদিন বাংলাদেশের প্রথম অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর উপর আমার উদ্যেগে আয়োজন করা কর্মশালার পর এটি আরেকটি মাইলফলক হতে যাচ্ছে দেশে অটোমোবাইল এর শিক্ষাক্ষেত্রে। খুব ভালো লাগছে এজন্য যে সেদিন যেই ছেলে অংশ নিয়েছিলো আমার ওয়ার্কশপে পার্টিসিপ্যান্ট হিসেবে, আজ সে একজন ট্রেইনার হিসেবে আমার বাংলা অটোমোবাইল স্কুলে কোর্স এর প্রশিক্ষন দেবে। শুভকামনা অনেক নিলয়ের জন্য।